1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী পিরোজপুর বাস টার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী পিরোজপুর বাস টার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রী

দীর্ঘদিন সংস্কার ও সঠিক ব্যবস্থাপনার অভাবে পিরোজপুর জেলা বাস টার্মিনাল সম্পূর্ণরূপে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের ভেতরে সর্বত্র গর্ত, পানি জমে কাদার স্তূপ এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় প্রতিদিন যাত্রী ও বাস মালিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গর্তে আটকে পড়া বাস উঠাতে অনেক সময় ক্রেন ব্যবহার করতে হয়। প্রতিদিন প্রায় ১৪টি রুটে ৬ শতাধিক বাস ও মিনিবাস এ টার্মিনাল ব্যবহার করে প্রায় ৩০ হাজার যাত্রী পরিবহন করে।

২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ শহরের বাইপাস সড়কের মাছিমপুরে এই বাস টার্মিনাল নির্মাণ করেছিল। শুরুতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও সময়ের সাথে যাত্রী ও বাসের সংখ্যা বাড়তে থাকে। কর্তৃপক্ষ ধারনক্ষমতার তুলনায় প্রায় ১০ গুণ বেশি বাস চলাচলের অনুমতি দেয়, যা টার্মিনালের অবস্থা দ্রুত নাজুক করে তোলে। খানাখন্দ ও পানি জমে যাত্রীদের জন্য যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।

বাস চালক আবুল হোসেন অভিযোগ করেন, গত ১৬ বছরে কোনো সরকার টার্মিনাল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। পিরোজপুর-খুলনাগামী যাত্রী আ. মালেক জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে টিকিট করতে আসা কষ্টকর হয়ে পড়ে। এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, রোটেশনের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করলেও সংস্কার হয়নি, ফলে টার্মিনাল অভিভাবকহীন অবস্থায় আছে।

পিরোজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসাইন বলেন, “টার্মিনালের দেখাশোনার দায়িত্ব পৌরসভা ও বাস মালিক সমিতি উভয়ের। বরাদ্দ পেলে সংস্কারের কাজ শুরু হবে, পাশাপাশি মালিক সমিতিরও দায়িত্বশীল হতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট