1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ইতিহাস গড়ে এশিয়ান কাপের রানার্সআপ না ফেরার দেশে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, আর্থিক সুবিধা বন্ধের নির্দেশ জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন ও মৌন মিছিল নেছারাবাদে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদল নেতা ও দুই সহযোগী কারাগারে শৈলকুপায় রাজনৈতিক দ্বন্দ্বে বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা পিরোজপুরে অর্ধকোটি টাকা আমানত নিয়ে প্রতারণা, গ্রাহকদের বিরুদ্ধেই মামলা কালীগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ইন্দুরকানীতে সাংবাদিকদের মানববন্ধন

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, আর্থিক সুবিধা বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
বাংলাদেশ পুলিশ

সরকার পলাতক ৪০ জন পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করেছে। এদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রবিবার (১০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদকপ্রাপ্ত কর্মকর্তারা পলাতক এবং সাময়িক বরখাস্ত থাকায় তাদের পদক ও পদকসংক্রান্ত সব ধরনের আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে। এছাড়া, পূর্বে প্রাপ্ত পদকের আর্থিক সুবিধা বাবদ গৃহীত অর্থ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমেদ।

পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারসহ মোট ৪০ জন কর্মকর্তা। তারা ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২২ সালে বিভিন্ন সময়ে এই পদক পান।

উল্লেখযোগ্য যে, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এসব কর্মকর্তা পলাতক রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মস্থল ত্যাগ করে পলাতক হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই পদক প্রত্যাহারের সিদ্ধান্ত দেশের আইন-শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এ ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট