1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ পিরোজপুরে তারেক রহমানের ঐতিহাসিক বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অক্টোবরের ১৮ দিনে দেশে এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

চট্টগ্রামে অটোরিকশা আটকে পুলিশের ওপর হামলা, আহত কনস্টেবল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম নামে এক ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে।

আহত কনস্টেবল নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা এক ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন একজন সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন এবং সেটি থানায় নিয়ে যাওয়ার জন্য কনস্টেবল নজরুল চালিয়ে নিচ্ছিলেন।

এ সময় ৫০ থেকে ৬০ জন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে কনস্টেবল নজরুলকে ঘিরে ফেলে। তারা গাড়িটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে নজরুলকে পিটিয়ে আহত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট