1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

চট্টগ্রামে অটোরিকশা আটকে পুলিশের ওপর হামলা, আহত কনস্টেবল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম নামে এক ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে।

আহত কনস্টেবল নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা এক ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন একজন সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন এবং সেটি থানায় নিয়ে যাওয়ার জন্য কনস্টেবল নজরুল চালিয়ে নিচ্ছিলেন।

এ সময় ৫০ থেকে ৬০ জন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে কনস্টেবল নজরুলকে ঘিরে ফেলে। তারা গাড়িটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে নজরুলকে পিটিয়ে আহত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট