1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বিডব্লিউওটির নতুন সতর্কতা সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টি ও সাত জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

দক্ষিণ–পূর্ব আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন সার্কুলেশন তৈরি হয়েছে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শুক্রবার (২১ নভেম্বর) রাতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আপডেটে এ তথ্য জানানো হয়।

বিডব্লিউওটি জানায়, সার্কুলেশনটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের দিক-দিশা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাবে মাসের শেষদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে।

একই দিনে আরও একটি পোস্টে শীতের প্রবাহ সম্পর্কে তথ্য দেয় বিডব্লিউওটি। তারা জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ থাকলেও নভেম্বরের বাকি দিনগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

তাদের মতে, এ সময়ে তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে—অর্থাৎ আবহাওয়া থাকবে দোলাচলে। সারাদেশে প্রকৃত শীত অনুভব করতে হলে শৈত্যপ্রবাহের আগমনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে ‘এই শীত, এই গরম’–এর মতো আবহাওয়ার ওঠানামা অব্যাহত থাকবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে আগামী কয়েকদিন গুরুত্বপূর্ণ। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকা এবং নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট