1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, শিক্ষার্থীপ্রতি সর্বোচ্চ ২৫ হাজার টাকা অনুদান

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP)” এর অধীনে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক।

অনুষ্ঠানে মাধ্যমিক স্তরের ১৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক স্তরের ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের এমন সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এ ধরনের অনুদান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পড়াশোনায় উৎসাহ ও মনোযোগ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে উঠবে যা ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”

তারা আরও বলেন, “এসইডিপি’র মতো উদ্যোগ শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমরা চাই এ কার্যক্রম যেন আরও ব্যাপক পরিসরে নিয়মিতভাবে চলমান থাকে।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, সরকারি অনুদান ও স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট