পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP)” এর অধীনে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক।
অনুষ্ঠানে মাধ্যমিক স্তরের ১৯ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক স্তরের ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের এমন সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এ ধরনের অনুদান শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পড়াশোনায় উৎসাহ ও মনোযোগ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে উঠবে যা ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”
তারা আরও বলেন, “এসইডিপি’র মতো উদ্যোগ শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমরা চাই এ কার্যক্রম যেন আরও ব্যাপক পরিসরে নিয়মিতভাবে চলমান থাকে।”
স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, সরকারি অনুদান ও স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে।