1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পিরোজপুরে যুবক আটক হিন্দু সম্পত্তি জবরদখল: প্রশাসনের নীরবতায় দখলদার বহাল তবিয়তে! নেছারাবাদে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কলরবকে ঘিরে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিষ্ঠাতার পরিবার বঞ্চিত

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশে সুনামি সতর্কতা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প, জাপান-যুক্তরাষ্ট্রসহ বহু দেশে সুনামি সতর্কতা

রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ৮.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে সুনামি সতর্কতা। জাপানের হোক্কাইডো দ্বীপে প্রথম ঢেউয়ের উচ্চতা প্রায় ৪ মিটার পর্যন্ত পৌঁছায়। দেশটির আবহাওয়া সংস্থা দ্রুত সুনামি সতর্কতা জারি করে।

এদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস শুরুতে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়।

এই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডর, হাওয়াই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন সহ বিভিন্ন উপকূলবর্তী দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। চীনের পূর্বাঞ্চলেও সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের ভূকম্পন ও আগ্নেয়গিরি সংস্থা সতর্ক করেছে, দেশটির উপকূলীয় এলাকাগুলোতে ১ মিটার (৩.২ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। বিশেষ করে বাতানেস, ইসাবেলা, আলবায়, সুরিগাও, দাভাও, ক্যামারিনেস, কাটানডুয়ানেসসহ ২০টিরও বেশি অঞ্চলে সৈকত ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলে ৩ থেকে ১০ ফুট পর্যন্ত ঢেউ আসতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জরুরি নির্দেশনায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে বন্দর খালি করার আদেশ দিয়েছে। বন্দর ক্যাপ্টেনের কার্যালয় জানিয়েছে, সব বাণিজ্যিক বন্দরে জাহাজ প্রবেশ নিষিদ্ধ এবং অবস্থানরত জাহাজগুলোকে অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যেতে হবে।

ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হলেও রাশিয়া বা অন্য কোনো দেশ থেকে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট