রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ৮.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে সুনামি সতর্কতা। জাপানের হোক্কাইডো দ্বীপে প্রথম ঢেউয়ের উচ্চতা প্রায় ৪ মিটার পর্যন্ত পৌঁছায়। দেশটির আবহাওয়া সংস্থা দ্রুত সুনামি সতর্কতা জারি করে।
এদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস শুরুতে ভূমিকম্পের মাত্রা ৮ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়।
এই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডর, হাওয়াই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন সহ বিভিন্ন উপকূলবর্তী দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পেরু ও ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। চীনের পূর্বাঞ্চলেও সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফিলিপাইনের ভূকম্পন ও আগ্নেয়গিরি সংস্থা সতর্ক করেছে, দেশটির উপকূলীয় এলাকাগুলোতে ১ মিটার (৩.২ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। বিশেষ করে বাতানেস, ইসাবেলা, আলবায়, সুরিগাও, দাভাও, ক্যামারিনেস, কাটানডুয়ানেসসহ ২০টিরও বেশি অঞ্চলে সৈকত ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলে ৩ থেকে ১০ ফুট পর্যন্ত ঢেউ আসতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র কোস্টগার্ড জরুরি নির্দেশনায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে বন্দর খালি করার আদেশ দিয়েছে। বন্দর ক্যাপ্টেনের কার্যালয় জানিয়েছে, সব বাণিজ্যিক বন্দরে জাহাজ প্রবেশ নিষিদ্ধ এবং অবস্থানরত জাহাজগুলোকে অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যেতে হবে।
ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হলেও রাশিয়া বা অন্য কোনো দেশ থেকে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।