রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক সুনামি সতর্কতা জারি করা হয়েছে। চীন, তাইওয়ান, ফিলিপাইন, নিউজিল্যান্ডসহ একাধিক দেশ তাদের উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে, যার গভীরতা ছিল ২০.৭ কিলোমিটার। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশগুলোতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, সাংহাই শহর থেকে টাইফুন ও সম্ভাব্য সুনামির আশঙ্কায় ২ লাখ ৮৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এসব মানুষকে প্রায় ১ হাজার ৯০০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টা পর্যন্ত এই সরিয়ে নেওয়ার কাজ চলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের সরানোর প্রয়োজন ছিল, তারা সবাই নিরাপদ স্থানে পৌঁছেছেন।
এদিকে, তাইওয়ান কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন সতর্ক করেছে যে, দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সুনামির ঢেউ তাদের উপকূলে পৌঁছাতে পারে। একইভাবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও দাভাও অঞ্চলে উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ড, সামোয়া, টোঙ্গা, ফিজি এবং কুক দ্বীপপুঞ্জসহ প্রশান্ত মহাসাগরের অন্যান্য দেশও সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় সব এলাকায় বসবাসরত মানুষদেরকে বিশেষভাবে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই মাত্রার ভূমিকম্পের প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে এবং সুনামির ঢেউ অনেক দূরবর্তী অঞ্চলেও ধ্বংসযজ্ঞ চালাতে পারে।