
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য ড. রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেন শতাধিক স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও পেশাজীবী। তারা রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে গণঅভ্যুত্থান-পরবর্তী সহিংসতা, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কামাল হোসেন দুলাল। বক্তব্য রাখেন সমন্বয়ক সোয়েব সামস্ শওকত, কাওসার মল্লিক, নুরুন্নবী, সওগাতুল আলম সগীর, ও আবু হানিফ মাতুব্বর প্রমুখ।
বক্তারা বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার দায় এবং আলেম-ওলামা হত্যার ষড়যন্ত্রে জড়িত সাবেক এমপি রুস্তম আলী ফরাজীকে দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।”
তারা অভিযোগ করেন, ফরাজী সংসদে যুদ্ধাপরাধ আইন উত্থাপন করে ধর্মীয় বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিশোধের পরিবেশ সৃষ্টি করেছিলেন, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।
সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা “দুর্নীতিবাজদের বিচার চাই”, “রুস্তম আলী ফরাজীকে গ্রেফতার করো” স্লোগান দেন।
বিক্ষোভ শেষে আয়োজকরা বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এ আন্দোলন অব্যাহত থাকবে।”