1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কোটচাঁদপুরে শেয়াল মারা তারে বিদ্যুতায়িত হয়ে কৃষক ও গরুর মৃত্যু পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত

সাবেক সিইসির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
জুলাই গণহত্যা মামলার তদন্তে বিঘ্ন ঘটছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার ওপর হামলাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনাকে কঠোরভাবে দমন করতে হবে।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই সাবেক সিইসির ওপর হামলা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখা হবে কারা এর সঙ্গে জড়িত। যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকেন, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যদি কোনো অপরাধী থাকে, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। হাতে আইন তুলে নেওয়া যাবে না।” স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কৃষিজমি দখল রোধে একটি নতুন আইন তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমাদের অনেক দেশি ফল এখন হারিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন হতে হবে যেন দেশি ফলের চাষ বাড়ানো যায়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন— গাজীপুর জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর ইউএনও কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে তিনি টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শনে যান এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সাবেক সিইসির ওপর প্রকাশ্য হামলা ও মব জাস্টিসের মতো ঘটনা দেশের আইনের শাসনের জন্য হুমকি। এ ধরনের ঘটনায় সরকারি উচ্চপর্যায়ের কঠোর অবস্থান এবং তদন্তের আশ্বাস আশা জাগায়। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট