1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ পিরোজপুরে তারেক রহমানের ঐতিহাসিক বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অক্টোবরের ১৮ দিনে দেশে এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স

শিক্ষকদের দাবি না মানলে ভয়াবহ পরিণতি হবে: ডাকসু ভিপি সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
শিক্ষকদের দাবি পূরণ না হলে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না, সময় থাকতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

শিক্ষকদের দাবি পূরণ না হলে সরকারের ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। তিনি বলেন, “আপনারা শিক্ষকদের ওপর জুলুম করবেন না, আগুন নিয়ে খেলবেন না। এমন উত্তাল ঝড় উঠবে যা সরকার বইতে পারবে না।”

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহীদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছিলেন যে, ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে যোগ দেবেন।

নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যায় তিনি শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, “আমরা টানা আট দিন ধরে আন্দোলন করছি, কিন্তু এখনও পর্যন্ত আন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অনেকে নিজেও শিক্ষক, অথচ তারা শিক্ষকদের বঞ্চনা অনুভব করতে পারছেন না। যদি তারা তা না পারেন, তবে তাদের এই পদে থাকার নৈতিক অধিকার নেই।”

ডাকসু ভিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি, সরকারের উপদেষ্টারা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের সঙ্গে বসে এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।”

তিনি সতর্ক করে বলেন, “যদি এই দাবি দ্রুত পূরণ না হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে, যা কোনোভাবেই ঠেকানো যাবে না। আগুন নিয়ে খেলবেন না।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “শহীদ আবু সাইদের উত্তরসূরি হিসেবে আমরা আপনাদের সঙ্গে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সংহতি ঘোষণা করছি। বিজয় আসবেই, ইনশাল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট