1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

প্রাথমিক শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়কে চিঠি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো উন্নীত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান, সে জন্য চিঠি দিয়েছি।” এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের লাখো সহকারী শিক্ষক দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হওয়ার আশা করছেন।

সম্প্রতি আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি ঘোষণা দেন—
তার পরিবারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন— মন্ত্রণালয় ও ৯টি শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠক সফল হয়েছে এবং তারা সিদ্ধান্তে সন্তুষ্ট।
তবে “ভুঁইফোড় চারটি সংগঠন” আন্দোলন করে শিক্ষকদের ভুল বুঝিয়ে অযথা ভোগান্তিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন— “অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে তারা শিক্ষকদের বিভ্রান্ত করেছে।”

সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড সংস্কার এবং অন্যান্য সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি পুনরায় আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট