
সচিবালয়ে টানা ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই ঘটনা ঘটে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ সচিবালয় ভাতা দাবির প্রতিবাদের সময়।
সূত্র জানায়, দুপুর ২টার পর থেকে সচিবালয়ের অর্থ উপদেষ্টার কক্ষে অবস্থান শুরু করে নন-ক্যাডার কর্মকর্তারা। তাদের আন্দোলনের অংশ হিসেবে উপদেষ্টাকে দীর্ঘ সময় কক্ষে আটকে রাখা হয়। অবস্থানকারীরা হ্যান্ড মাইক ব্যবহার করে বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও অন্তর্ভুক্ত ছিল।
অবস্থানকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দাবি পূরণের জন্য আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে তারা সেই দিকটি মানেননি এবং দাবি পূরণের জন্যই আজই প্রজ্ঞাপন জারি করার দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
রাত ৮টার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা পুলিশের পথরোধ করার জন্য বাঁশি বাজানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। অবশেষে পুলিশের নিরাপত্তা বেষ্টনী মধ্য দিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয় থেকে নিরাপদে বের করা হয়।
এই ঘটনা পুরো সচিবালয়ে উত্তেজনা এবং ভাতা দাবির ইস্যুতে কর্মচারীদের সঙ্গে প্রশাসনের বিরোধকে আবারও সামনে এনেছে।