1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা জমি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
শেখ রেহানার স্বামী ও ছেলের নামে থাকা জমি জব্দের আদেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক ও তাদের পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা গাজীপুর এলাকার ২৩১ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

দুদকের আবেদনে বলা হয়, ড. শফিক আহমেদ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, তারা নিজেদের মালিকানাধীন স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এ অবস্থায় অনুসন্ধান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে, এমন ঝুঁকি এড়াতেই জমি জব্দের আবেদন করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, গাজীপুরে ১৮টি দলিলের মাধ্যমে কেনা জমি জব্দ করা হয়েছে। এর আগে, গত ৩০ এপ্রিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নে ও ভাগ্নি রাদওয়ান মুজিব ও আজমিনা সিদ্দিকের নামে থাকা জমি ও প্লট জব্দের নির্দেশ দেন আদালত।

তারও একদিন আগে, সায়মা ওয়াজেদ পুতুলের নামে গুলশানে থাকা একটি অভিজাত ফ্ল্যাট জব্দ করে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ পাওয়া জমি ও ফ্ল্যাট বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অন্তত ৬টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট