
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের ওমান ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করা হয়। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায় এবং সঞ্চালনা করেন হাবিবুল্লাহ হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। “শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা” – এই মূলমন্ত্রকে ধারণ করে এ কলেজ শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদান ও আলোকিত সমাজ গঠনে কলেজের ভূমিকা অপরিসীম।
নবীন-বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ এবং ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যচিব তাহমিদ আন নাসিফ।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যাশা ও আগামীর শিক্ষা জীবনে সাফল্যের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।