1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বক্তারা শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের ওমান ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করা হয়। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায় এবং সঞ্চালনা করেন হাবিবুল্লাহ হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। “শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা” – এই মূলমন্ত্রকে ধারণ করে এ কলেজ শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদান ও আলোকিত সমাজ গঠনে কলেজের ভূমিকা অপরিসীম।

নবীন-বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ এবং ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যচিব তাহমিদ আন নাসিফ।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যাশা ও আগামীর শিক্ষা জীবনে সাফল্যের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


SEO Elements

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট