1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি: বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার পথে বড় অগ্রগতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
হাইকোর্টে

বাংলাদেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশ প্রকাশ করে। এর মাধ্যমে বিচার বিভাগ কার্যত নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণভাবে পৃথক হয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামোয় প্রবেশ করল।

এ অধ্যাদেশের মাধ্যমে বিচার প্রশাসন পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের অধীনে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা পেল, যা দীর্ঘদিনের দাবি ও বিচার বিভাগের স্বাতন্ত্র্যবিধানের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত।

এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। কিন্তু এই উদ্যোগের সূচনা আরও আগে—২০২৪ সালের ২৭ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।

উক্ত প্রস্তাবে হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান যথাযথভাবে পরিচালনার জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সেই সঙ্গে অর্গানোগ্রাম, রুলস অব বিজনেস এবং অ্যালোকেশন অব বিজনেস-এর সংশোধন সম্পর্কেও বিস্তারিত প্রস্তাব প্রদান করা হয়।

এই অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা আজ বাস্তব রূপ পেল।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ রায়ে হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী বাতিল ঘোষণা করে এবং বাহাত্তরের সংবিধানের মূল রূপে পুনর্বহালের নির্দেশ দেয়। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ জানায়— অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি, শৃঙ্খলা, পদোন্নতি ও ছুটির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিতে হবে।

রায়ে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের প্রস্তাবনা অনুসারে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।
সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আজ এই স্বপ্ন পূরণ হলো।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ কার্যকর হওয়ার ফলে—

  • বিচার বিভাগ আর নির্বাহী বিভাগের অধীন থাকছে না,

  • বিচারকদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান এখন সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অধীন,

  • বিচার ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা বাড়বে,

  • সংবিধানের ১০৯ ও ১১৬ অনুচ্ছেদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে বাস্তবায়নের পথ সুগম হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের বিচার বিভাগে ইতিহাস সৃষ্টি করা এক যুগান্তকারী পদক্ষেপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট