পিরোজপুরে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার (১০ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতি পিরোজপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শাহ আলম। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন মো: সিরাজুল ইসলাম খান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা এবং শিক্ষক নেতৃবৃন্দ গাজী মো: শাহজাহান, মো: আবু সুফিয়ান, মোহাম্মদ এনায়েত কবির খান, মো: বাদশা মিয়া ও মো: আসাদুজ্জামান খান।
সভায় বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি “চাকরি জাতীয়করণ” নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এক দফা আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বে নির্বাচিত হন, সভাপতি: মো: শাহ আলম হাওলাদার (প্রধান শিক্ষক, বাইনখালি-মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়), সাধারণ সম্পাদক: মো: ইব্রাহিম ফরাজী (প্রধান শিক্ষক, কিয়াম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক: শশাঙ্ক নন্দী (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, টোনা মাধ্যমিক বিদ্যালয়)
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।