1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেরখাদায় সাংবাদিক বাসিতুল হাবিব প্রিন্সের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
তেরখাদায় সাংবাদিক বাসিতুল হাবিব প্রিন্সের জানাজা ও দাফন সম্পন্ন

তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রবাহ পত্রিকার খুলনা প্রতিনিধি সাংবাদিক এ জি এম বাসিতুল হাবিব প্রিন্স (৫৫) আর নেই। বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৯টায় খুলনা নগরীর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রিন্স খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিকতা জীবনে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন, যা তাকে খুলনা অঞ্চলের একজন সম্মানিত সংবাদকর্মীতে পরিণত করেছিল।

বুধবার আসর বাদ তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক মহলের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

তার মৃত্যুতে খুলনার দিঘলিয়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ পৃথকভাবে শোকবার্তা প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক বাসিতুল হাবিব প্রিন্সের জীবনের আদর্শ, পেশাগত নিষ্ঠা ও সততা আগামীর সংবাদকর্মীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট