1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ মিনিট সময় লাগে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা।

পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের কয়েকটি দোকানে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে একটি মুদি মনোহরির দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্ট্রি ফিডের দোকান এবং একটি ফার্নিচারের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ আগুনের শিখা দেখা গেলে বাজারজুড়ে চিৎকার শুরু হয়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি দোকান বাঁচানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ও ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। অনেকে জীবনের সব সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন।

রানীপুর বাজারের এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল, শীত মৌসুমের আগেই বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কতটা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট