1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক: নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে সুইডেনে মামলা করলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, বিমানবন্দরে কঠোর নিরাপত্তা কাহারোল উপজেলা হাসপাতালে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি, বিয়ের খাবারে ফুড পয়জনিংয়ের আশঙ্কা সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, পুলিশসহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ ২০ কোটি টাকার বেশি ঋণ নতুন করে যাচাই হবে: গভর্নর আহসান এইচ মনসুর ইউক্রেনের পক্ষে যুদ্ধ: ব্রিটিশ নাগরিকে ১৩ বছরের কারাদণ্ড ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ, গেজেট প্রকাশ কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে পালিত আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, বিমানবন্দরে কঠোর নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দরে জোরদার নিরাপত্তা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে শুক্রবারই সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকাকে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে।

শুক্রবার বিমানবন্দর এলাকায় দেখা গেছে, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি। বিমানবন্দরে প্রবেশকারী প্রত্যেক যাত্রী ও দর্শনার্থীকে তল্লাশির আওতায় আনা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন জেলা ও দূর-দূরান্ত থেকে বহু মানুষ শরিফ ওসমান হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান,
“শরিফ ওসমান হাদির মরদেহ যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট