1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লাহোরে ভারতীয় ড্রোন ভূপাতিত, বিস্ফোরণে কেঁপে উঠল শহর সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন

ধ্রব রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
সাত হাজার বছর আগের এক সমুদ্রকন্যার নিঃশব্দ প্রত্যাবর্তন

যখন আধুনিক সভ্যতা প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, তখন ইতিহাস আমাদের ফিরিয়ে নিয়ে যায় হাজার বছর পেছনে—এক নারীকে কেন্দ্র করে, যিনি সময়ের অতল গর্ভে থেকেও হারিয়ে যাননি। তার কোনো নাম নেই, কোনো ভাষ্য নেই। তবুও ইতিহাস তাকে চিনেছে, সম্মান দিয়েছে ‘টাইব্রিন্ড নারী’ নামে।

১৯৯০-এর দশকে ডেনমার্কের দক্ষিণে সমুদ্রতীরবর্তী Tybrind Vig এলাকায় প্রত্নতত্ত্ববিদরা সমুদ্রের নিচে ডুবে থাকা একটি প্রাচীন বসতিস্থান আবিষ্কার করেন। সেখানে একটি নারীর প্রায় অক্ষত কঙ্কাল খুঁজে পান তারা। আধুনিক বিশ্লেষণে জানা যায়, কঙ্কালটি প্রায় ৭,০০০ বছর পুরনো, মধ্য-পাথর যুগের।

বিজ্ঞানীরা বিস্মিত হন—এত দীর্ঘ সময় ধরে পানির নিচে থেকেও কঙ্কালটি এত ভালোভাবে সংরক্ষিত! যেন কেউ ঘুমিয়ে ছিলেন, কেবল এই সভ্যতার কাছে ফিরে আসার অপেক্ষায়।

টাইব্রিন্ড নারী ছিলেন শিকারি ও সংগ্রাহক সমাজের একজন সদস্য। বিজ্ঞানীরা হাড় ও দাঁতের রাসায়নিক বিশ্লেষণ করে জানান, তিনি প্রধানত সামুদ্রিক মাছ ও ঝিনুক খেতেন। বন থেকে সংগ্রহ করতেন ফল-মূল ও বাদাম। তার জীবন প্রকৃতির উপর নির্ভরশীল ছিল—যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না, কিন্তু ছিল স্বাভাবিকতা, ছন্দ, ও সহাবস্থানের সৌন্দর্য।

ফরেনসিক অ্যান্থ্রোপোলজি ও ৩ডি রিকনস্ট্রাকশন প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা টাইব্রিন্ড নারীর মুখাবয়ব পুনর্গঠন করেন। আজ ডেনমার্কের Moesgaard Museum-এ দর্শনার্থীরা দেখতে পান সেই নারীকে—যিনি একাধারে একজন মেয়ে, মা, সংগ্রামী ও সময়ের সাক্ষী।

যদিও তার DNA পুরোপুরি সংরক্ষিত ছিল না, তথাপি বিজ্ঞানীরা তার খাদ্যাভ্যাস, স্বাস্থ্য এবং দৈহিক গঠন সম্পর্কে ধারণা পান। উচ্চ প্রোটিনযুক্ত সামুদ্রিক খাবার ছিল তার জীবনের একটি বড় অংশ।

টাইব্রিন্ড নারী শুধু একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয়; তিনি নারী ইতিহাসের এক মূর্ত প্রতীক। এক সময় যখন নারী পুরুষ উভয়েই সমানভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন গড়তেন, তখন টাইব্রিন্ড নারী ছিলেন এক সাহসী প্রতিনিধি।

তার অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয়—নারী চিরকালই সমাজের মূল ভিত্তির অংশ ছিলেন, যতই সময় বদলাক, প্রযুক্তি আসুক।

আজ, যখন আমরা উন্নত সমাজ গড়ার কথা বলি, তখন টাইব্রিন্ড নারী আমাদের মনে করিয়ে দেন আমাদের শিকড়, ইতিহাস, এবং সেই সময়ের মানুষদের সঙ্গে আমাদের অদৃশ্য কিন্তু গভীর এক সম্পর্কের কথা।

৭ হাজার বছর আগের এই ‘সমুদ্রকন্যা’ যেন ইতিহাসের নিঃশব্দ এক কণ্ঠস্বর, যিনি আধুনিক সভ্যতার কানে ফিসফিসিয়ে বলেন—”আমরা ছিলাম, আমরা আছি, আমরা কখনও হারাই না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট