1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ জানিয়েছেন, বাহিনীর কোনো স্পষ্ট কাঠামো নেই বলে আমিরাত এতে অংশ নেবে না।

গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই সংযুক্ত আরব আমিরাতের। কারণ হিসেবে দেশটি জানিয়েছে, বাহিনীর এখনো কোনো স্পষ্ট কাঠামো বা কার্যকর পরিকল্পনা নেই।

সোমবার (১০ নভেম্বর) আবুধাবি কৌশলগত বিতর্ক ফোরামে এক বক্তব্যে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, “সংযুক্ত আরব আমিরাত এখনো স্থিতিশীলতা বাহিনীতে একটি স্পষ্ট কাঠামো দেখতে পাচ্ছে না, তাই এই পরিস্থিতিতে দেশটি সম্ভবত এই বাহিনীতে অংশগ্রহণ করবে না।”

এই আন্তর্জাতিক বাহিনীর সমন্বয় করছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এতে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে আমিরাতের সর্বশেষ অবস্থান ইঙ্গিত দিচ্ছে, তারা এই উদ্যোগ থেকে আপাতত দূরে থাকছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী খুব শিগগিরই গাজায় মোতায়েন হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সই হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম কয়েকটি আরব দেশের মধ্যে অন্যতম তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত। সেই সম্পর্ক বজায় রেখেও আমিরাত এখন গাজা সংকটে সরাসরি সামরিক ভূমিকা থেকে বিরত থাকার নীতি নিয়েছে।

বিশ্লেষকদের মতে, আমিরাতের এই অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক ভারসাম্য রক্ষার অংশ, যেখানে দেশটি মানবিক সহায়তা অব্যাহত রাখলেও সামরিক সম্পৃক্ততায় সতর্ক অবস্থান বজায় রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট