
গাজার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই সংযুক্ত আরব আমিরাতের। কারণ হিসেবে দেশটি জানিয়েছে, বাহিনীর এখনো কোনো স্পষ্ট কাঠামো বা কার্যকর পরিকল্পনা নেই।
সোমবার (১০ নভেম্বর) আবুধাবি কৌশলগত বিতর্ক ফোরামে এক বক্তব্যে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, “সংযুক্ত আরব আমিরাত এখনো স্থিতিশীলতা বাহিনীতে একটি স্পষ্ট কাঠামো দেখতে পাচ্ছে না, তাই এই পরিস্থিতিতে দেশটি সম্ভবত এই বাহিনীতে অংশগ্রহণ করবে না।”
এই আন্তর্জাতিক বাহিনীর সমন্বয় করছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এতে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে আমিরাতের সর্বশেষ অবস্থান ইঙ্গিত দিচ্ছে, তারা এই উদ্যোগ থেকে আপাতত দূরে থাকছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী খুব শিগগিরই গাজায় মোতায়েন হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সই হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম কয়েকটি আরব দেশের মধ্যে অন্যতম তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাত। সেই সম্পর্ক বজায় রেখেও আমিরাত এখন গাজা সংকটে সরাসরি সামরিক ভূমিকা থেকে বিরত থাকার নীতি নিয়েছে।
বিশ্লেষকদের মতে, আমিরাতের এই অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক ভারসাম্য রক্ষার অংশ, যেখানে দেশটি মানবিক সহায়তা অব্যাহত রাখলেও সামরিক সম্পৃক্ততায় সতর্ক অবস্থান বজায় রাখছে।