1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক দিনভর অভিযান চালিয়েছে। ডাক্তার সংকট, খাবারের মানহীনতা ও দালালদের দৌরাত্ম্যসহ নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল এ অভিযান চালায়।

অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের অবাধ আনাগোনা, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম্য, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার বিষয় উঠে আসে। এছাড়া ডাক্তারসহ কর্মকর্তাদের দেরিতে কর্মস্থলে আসা, রোগীদের বাইরে টেস্টে পাঠানো, ওষুধ বিতরণের স্টক রেজিস্টারের অনিয়ম এবং হাসপাতালের টেস্ট মেশিনগুলোর কার্যকারিতা নিয়েও খোঁজখবর নেন দুদকের কর্মকর্তারা।

অভিযানে চরম ডাক্তার সংকটের বিষয়ও প্রকাশ পায়। মাত্র একজন চিকিৎসকের মাধ্যমে পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা কার্যক্রম চলছে। পরে দুদক দল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে অভিযান শেষ করে।

অভিযান শেষে দুদকের টিম লিডার ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল সাংবাদিকদের জানান, স্থানীয় সংবাদমাধ্যমে অনিয়মের খবর প্রকাশের পর এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, “এ উপজেলার মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভর্তি রোগীদের খাবারের মান অত্যন্ত নিম্নমানের, ডাক্তার সংকট চরম আকার ধারণ করেছে। কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তার সঙ্গে উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট ও জিয়াউল হাসান।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, “হাসপাতালে ৩১ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে মাত্র একজন চিকিৎসক কর্মরত আছেন। মেডিকেল অফিসার, কনসালটেন্ট, গাইনি ও শিশু বিশেষজ্ঞ কেউ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ডাক্তার সংকট নিরসন না হলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব নয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট