যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ২টার দিকে ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ একটি আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) বাস্তবায়নের জন্য স্প্রিং গ্রোভ এলাকার কাছে Haar Road-এর একটি বাড়িতে অভিযান চালাতে গেলে বন্দুকধারী হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিন কর্মকর্তা নিহত হন। আহত দুই কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
পুলিশের পালটা গুলিতে হামলাকারীও ঘটনাস্থলেই নিহত হয়। তদন্তকারীরা ধারণা করছেন, বিষয়টি ডমেস্টিক-সম্পর্কিত বিরোধ থেকে ঘটতে পারে। তবে হামলাকারীর পরিচয় এবং ঘটনার পেছনের বিস্তারিত উদ্দেশ্য এখনও প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর ঘটনাটিকে “মর্মান্তিক” উল্লেখ করে নিহত কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আরও জানান, ছোট শহর স্প্রিং গ্রোভে বর্তমানে জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কর্মকর্তাদের স্মরণে স্থানীয় পুলিশ বিভাগে শোক পালন করা হচ্ছে।