1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ রাখছেন ড. মুহাম্মদ ইউনূস গাজায় জাতিসংঘের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল সাগরিকায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১ জাতীয় পেশাজীবী কনভেনশন ২০২৫: প্রচার উপ-কমিটির আহ্বায়ক হলেন কৃষিবিদ শামীমুর রহমান উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, একজন নিহত নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে: কৃষি উপদেষ্টা সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি ম্যাচ দুই মিনিট দেরিতে শুরুর দায়ে বাফুফেকে এএফসির ১৫০০ ডলার জরিমানা ২৮ বছর পর ফিরছে নিকোল কিডম্যান ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২০ জন নিহত, আহত ১৭১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ গেল ২০ জনের। আহত হয়েছেন অন্তত ১৭১ জন, যাঁদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, আহতদেরকে ঢাকা ও উত্তরার ৮টি হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিচে হাসপাতওয়ার ভিত্তিতে হতাহতের তালিকা তুলে ধরা হলো:

  1. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

  2. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

  3. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১

  4. সিএমএইচ-ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২

  5. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২

  6. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২

  7. উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১

  8. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই

এই ৮টি হাসপাতালে মোট আহতের সংখ্যা ১৭১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দৌঁড়ে এসে ঘটনাস্থলে জড়ো হয়।

উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন। নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বমহল থেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট