রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ গেল ২০ জনের। আহত হয়েছেন অন্তত ১৭১ জন, যাঁদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
আইএসপিআর জানায়, আহতদেরকে ঢাকা ও উত্তরার ৮টি হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিচে হাসপাতওয়ার ভিত্তিতে হতাহতের তালিকা তুলে ধরা হলো:
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১
সিএমএইচ-ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই
এই ৮টি হাসপাতালে মোট আহতের সংখ্যা ১৭১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দৌঁড়ে এসে ঘটনাস্থলে জড়ো হয়।
উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন। নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বমহল থেকে।