ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমতাবস্থায় দুর্ঘটনায় আহতদের চিকিৎসা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত করার স্বার্থে হাসপাতাল এলাকায় কোনো ধরনের ভিড় না করতে প্রধান উপদেষ্টা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। আহতদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পরেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে স্কুল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী।
প্রধান উপদেষ্টার তৎপরতা ও দুর্ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি সবার মধ্যে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করে যাচ্ছে।