1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ রাখছেন ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বেকারত্ব দূরীকরণ ও টেকসই উন্নয়নে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। আহত অবস্থায় অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমতাবস্থায় দুর্ঘটনায় আহতদের চিকিৎসা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত করার স্বার্থে হাসপাতাল এলাকায় কোনো ধরনের ভিড় না করতে প্রধান উপদেষ্টা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। আহতদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পরেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে স্কুল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনী।

প্রধান উপদেষ্টার তৎপরতা ও দুর্ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি সবার মধ্যে মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট