আজকের প্রতিযোগিতামূলক ও ব্যস্ত জীবনযাপনে বেশিরভাগ বাবা-মাই কর্মজীবী। অফিসের দায়িত্ব, বাড়ির কাজ ও সামাজিক চাপের মাঝে সন্তানের সঙ্গে সময় কাটানো যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। অথচ সন্তান ও পিতামাতার মাঝে বন্ধন গড়ে তোলার জন্য ‘কোয়ালিটি টাইম’ কাটানো অত্যন্ত জরুরি।
চলুন জেনে নিই এমন কয়েকটি বাস্তব ও সহজ কৌশল, যা মেনে চললে কর্মব্যস্ততার মাঝেও সন্তানের সঙ্গে গড়ে তুলতে পারবেন মজবুত সম্পর্ক।
সকালে শিশুকে ঘুম থেকে উঠানো, তাকে স্কুলের জন্য তৈরি করে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়া—এই ছোট ছোট কাজগুলো শিশুর সঙ্গে আপনার মানসিক সংযোগ বাড়ায়। সম্ভব হলে নিজে তাকে স্কুলে পৌঁছে দিন।
দিনের মাঝে মাত্র ১৫-৩০ মিনিট হলেও সন্তানের সঙ্গে একান্ত সময় কাটান। খেলাধুলা, ছবি আঁকা বা গল্প বলার মতো কাজ শিশুকে আনন্দ দেয়। শুধু নির্দেশ নয়, দিন ভালোবাসা, মনোযোগ।
বাড়িতে যিনি শিশুর দেখাশোনা করেন, তাকে দিয়ে মাঝে মাঝে ভিডিও কল বা ভয়েস মেসেজ পাঠান। এতে শিশুর মনে হবে, বাবা-মা সব সময় তার সঙ্গেই আছেন। এটি তার আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্য উন্নত করে।
সপ্তাহে একদিন—যত ব্যস্তই থাকুন—শুধু সন্তানের জন্য রাখুন। বেড়াতে যাওয়া, সিনেমা দেখা, মজা করে খাওয়া বা খেলাধুলা—এই সময়টা শিশুর মনে স্মৃতি হয়ে থাকবে। এতে আপনি ও আপনার সন্তান দুজনেই মানসিকভাবে প্রশান্তি পাবেন।
কর্মজীবী বাবা-মায়ের সন্তান পালনের কৌশল হলো সময় নয়, বরং ভালোবাসা ও মনোযোগ দিয়ে সম্পর্ক গড়ে তোলা। ব্যস্ততার মাঝেও যদি রুটিন করে নেওয়া যায়, সন্তানের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে মূল্যবান ও স্মরণীয়।
আপনার একটু সময়, একটু যত্ন ও মনোযোগই হতে পারে সন্তানের শৈশবের সেরা উপহার।