অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী বাজারমূল্যে কোম্পানির আরও ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই শেয়ার কিনতে চান। এর আগেও তিনি বাজার থেকে শেয়ার কিনেছিলেন।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন বর্তমানে ১৫ কোটি ৭২ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৪৩৭।
পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে অ্যাপেক্স ফুটওয়্যার পরপর তিন বছর ধরে বোনাস লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অন্তর্ভুক্ত। ২০২২ সাল থেকে কোম্পানিটি ধারাবাহিকভাবে বোনাস লভ্যাংশ প্রদান করছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২১ সালে এক নির্দেশনা জারি করেছিল। এতে বলা হয়, শেয়ারবাজারের মূল বোর্ডে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে থাকতে পারবে না। এ শর্ত পূরণে নির্ধারিত সময়সীমার মধ্যে অনেক কোম্পানি বোনাস লভ্যাংশ, অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে মূলধন বৃদ্ধি করেছে।
অ্যাপেক্স ফুটওয়্যারও বিএসইসির শর্ত পরিপালনে বোনাস লভ্যাংশ দিয়ে মূলধন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে।
গত এক বছরে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২৬৯ টাকা এবং সর্বনিম্ন দাম ১৮৮ টাকা।
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের উদ্যোক্তার শেয়ার কেনার এই ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কোম্পানির বাজারমূল্যে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনা রাখে।