পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকায় আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে প্রায় দুই ঘণ্টা ধরে এই হামলা চলে। সশস্ত্র হামলাকারীরা চৌকির গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস এবং অগ্নিসংযোগ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানান, মাকিন এলাকায় সেনা চৌকিটিতে ৩০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়। আফগান সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সংঘটিত এই হামলায় চেকপয়েন্টে থাকা ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র, এবং অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়।
আরেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করে জানান, এই হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “আমাদের সিনিয়র কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে।”
হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহত সেনাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক হামলার জন্য পরিচিত। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে তালেবান ও অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর কার্যক্রম পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ঘটনাটি নতুন করে সীমান্ত এলাকায় সংঘাতের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিরাপত্তা বাহিনী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।