1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ! কে কীভাবে ক্ষতিগ্রস্ত? - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ! কে কীভাবে ক্ষতিগ্রস্ত?

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস

চার দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল। ইউক্রেনের নাফটোগাজ ও রাশিয়ার গাজপ্রম কোম্পানির মধ্যে চুক্তির ভিত্তিতে এই সরবরাহ পরিচালিত হতো। তবে গত ১ জানুয়ারি ২০২৪-এ এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, কিয়েভ চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

যুদ্ধ চলাকালীন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ডিসেম্বরে বলেন, মস্কোর মূল্য পরিশোধ আটকে রাখা হলে গ্যাস সরবরাহের অনুমতি বিবেচনা করা হতে পারে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দেন, চলতি বছরে নতুন চুক্তি করার সুযোগ নেই।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। একসময় ইউরোপের মোট গ্যাস চাহিদার ৩৫ শতাংশ রাশিয়া পূরণ করলেও, বর্তমানে তা মাত্র ৮ শতাংশে নেমে এসেছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার সরবরাহ করা গ্যাসের পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৪০০ কিউবিক মিটার, যা আগের বছরের তুলনায় অনেক কম।

ইউরোপীয় কমিশনের মতে, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে এলএনজি এবং অন্যান্য পাইপলাইন থেকে গ্যাস আমদানি করে তারা নিজেদের প্রয়োজন মেটাচ্ছে। রাশিয়ার গ্যাসের বাজারে এখন নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং কাতারের মতো দেশগুলোর প্রভাব বাড়ছে।

ইউক্রেনের পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস প্রধানত অস্ট্রিয়া ও স্লোভাকিয়ায় যেত। অস্ট্রিয়ার অধিকাংশ গ্যাসই যেত ইউক্রেনের ভেতর দিয়ে। স্লোভাকিয়া তাদের গ্যাসের দুই-তৃতীয়াংশ রাশিয়া থেকে আমদানি করত। তবে বর্তমানে স্লোভাকিয়া রাশিয়া ছাড়া অন্য সরবরাহকারীদের সঙ্গে নতুন চুক্তি করেছে।

অস্ট্রিয়ার তেল ও গ্যাস কোম্পানি ওএমভি রাশিয়ার সঙ্গে সরবরাহ চুক্তিতে জটিলতার কারণে গ্যাস সরবরাহ হারায়। তবে তাদের অন্যান্য কোম্পানি থেকে সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। একইভাবে, চেক প্রজাতন্ত্র জার্মানি থেকে গ্যাস আমদানি বাড়িয়েছে এবং স্লোভাকিয়াকে গ্যাস সরবরাহে সহযোগিতা করছে।

মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় রাশিয়া প্রতি বছর দুই কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করত। তবে বকেয়া পরিশোধ না করায় মলদোভার জন্য গ্যাস সরবরাহ স্থগিত করার ঘোষণা দিয়েছে গাজপ্রম। মলদোভার প্রধানমন্ত্রী ডরিন রিসেন এই সিদ্ধান্তের সমালোচনা করলেও অন্যান্য উৎস থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছেন।

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের জন্য বেলারুশ হয়ে যাওয়া ইয়ামাল-ইউরোপ পাইপলাইন এবং বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নর্ড স্ট্রিম পাইপলাইন ব্যবহৃত হয়। তবে ইউক্রেন হয়ে গ্যাস সরবরাহ বন্ধ হলেও বিভিন্ন বিকল্প পথে ইউরোপ প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করছে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে ইউক্রেনের কোনো ক্ষতি হবে না। কারণ, তারা রাশিয়ার গ্যাস ব্যবহার করে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট