রাজধানী ঢাকা, কাকরাইলের একটি ভবনে কাজ করার সময় এক নির্মাণ শ্রমিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ তাইজুল (২০)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলের একটি ভবনের দোতলায় দেয়ালে রঙের কাজ করার সময় হঠাৎ পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন তিনি ভবনের দোতলায় রঙের কাজ করছিলেন এবং এমন সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য তাইজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি শিবচর উপজেলার বাসিন্দা এবং তাঁর বাবার নাম তোতা খান।
এই দুর্ঘটনায় শ্রমিকের পরিবার ও সহকর্মীরা শোকাহত। কর্তৃপক্ষ তদন্তে নেমেছে, এবং ঘটনাটি নিয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে।