দিনাজপুরের কাহারোলে ২২ জানুয়ারি (বুধবার) বিকেল ৫টায় কাহারোল সরকারি ডিগ্রী কলেজ মাঠে ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানটি আয়োজন করে কাহারোল উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, যার সহযোগিতায় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দীন। তিনি নিজেই উপস্থিত থেকে উপজেলার ১শত জন ভ্যান চালকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোতালেব সরকার এবং কাহারোল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী।
উপজেলার বিভিন্ন এলাকার ভ্যান চালকদের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রমটি শীতের মধ্যে তাদের আরামদায়ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও দরিদ্র জনগণের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়, যা এলাকার সাধারণ মানুষের মধ্যে ভালবাসা ও সেবার মনোভাব সৃষ্টি করবে।
এই উদ্যোগের মাধ্যমে কাহারোল উপজেলা প্রশাসন ভ্যান চালকদের শীতকালীন সমস্যার সমাধান করতে চেষ্টা করেছে এবং ভবিষ্যতে আরও সেবামূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছে।