1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল: মালালা - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল: মালালা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
বৈশ্বিক-সম্মেলনে-মালালা-ইউসুফজাই

পাকিস্তানে আয়োজিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “ইসরায়েল গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় ও স্কুলে বোমা হামলা চালিয়ে ৯০ শতাংশের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে। এমনকি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক লোকজনের ওপরও নির্বিচারে হামলা চালিয়েছে।”

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। সেখানে মালালা বলেন, “ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানানো অব্যাহত রাখব।”

মালালা উল্লেখ করেন, ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ও ভবিষ্যৎ হারিয়েছে। তিনি বলেন, “যখন স্কুলে বোমা হামলা হয়, পরিবারকে হত্যা করা হয়, তখন একটি ফিলিস্তিনি মেয়ের ভবিষ্যৎ বলে কিছু থাকে না।”

ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। এতে ইসরায়েলি পক্ষের ১,২০৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস ওই সময় ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ৯৪ জন এখনো গাজা উপত্যকায় রয়ে গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৫৩৭ জন নিহত হয়েছেন। যাদের অধিকাংশই বেসামরিক নারী ও শিশু। জাতিসংঘও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট