গাজীপুরের শ্রীপুর বাজারে আগুন পোহানোর সময় হঠাৎ লেগে যাওয়া আগুনে যুবলীগ নেতার অফিসসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর মধ্যবাজার মডেল মসজিদের উত্তর পাশে লেপতোশক ও ভাঙারি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় ব্যবসায়ী জোনায়েত হোসেন জানান, লেপতোশকের দোকানদার সোহরাব হোসেনের দোকানে কয়েকজন মিলে আগুন পোহানোর সময় আকস্মিকভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, সোহরাব হোসেনের লেপতোশকের দুটি দোকান, জাকির হোসেনের দুটি ভাঙারির দোকান, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েলের অফিস, ঘটনার সময় জুয়েলের অফিসে কেউ উপস্থিত ছিলেন না।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, “আমি একপাশে কাজ করছিলাম। হঠাৎ দেখি আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ঘটনায় বাজারের পরিবেশ থমথমে। ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।