1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯৫ - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯৫

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প

চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে আজ মঙ্গলবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ও ভবন ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের ডিংরি কাউন্টি, যা প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী এলাকা।

সিইএনসি বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১।

এই ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং ভারতের বিভিন্ন অংশে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বেলা ৩টা পর্যন্ত ভূমিকম্পে মোট ৯৫ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ডিংরি কাউন্টি ও আশপাশের এলাকায় শক্তিশালী এই ভূমিকম্প তীব্রভাবে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এতে অনেক মানুষ আটকা পড়েন।

ভূমিকম্পের পর ডিংরি অঞ্চলে একাধিকবার পরাঘাত অনুভূত হয়েছে। রিখটার স্কেলে পরাঘাতগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ৪। এতে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন ডিংরি কাউন্টির বিভিন্ন শহরতলিতে তৎপরতা চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ডিংরি কাউন্টি তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এলাকায় অবস্থিত। এই কাউন্টিতে প্রায় ৬২ হাজার মানুষ বসবাস করেন। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। তিব্বত অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট