1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের পঞ্চগড় সফর ও রাজনৈতিক অঙ্গীকার - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের পঞ্চগড় সফর ও রাজনৈতিক অঙ্গীকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আমি ঈদ উপলক্ষে পঞ্চগড়ে এসেছি। আমার অবস্থান থেকে সংগঠনের কাজ পরিচালিত হচ্ছে। আমাদের কেন্দ্রীয় সংগঠকেরা ঈদ উপলক্ষে যে যেখানে অবস্থান করছেন, তাঁরা সেই জেলার সংগঠন গোছানোর কাজ করবেন। জেলা-উপজেলা-গ্রাম পর্যায়ে যাঁরা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁদের সঙ্গে কথা বলবেন এবং সংগঠিত করবেন।’

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় এনসিপি পঞ্চগড় জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, ‘কোন জেলার কোন আসনে কে নির্বাচন করবেন, তা নির্বাচনের পূর্বে আমাদের দলীয় ফোরাম নির্ধারণ করবে। যদি আমাকে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের জন্য মনোনীত করা হয়, তাহলে আমি সে অনুযায়ী কাজ করব। আমাদের মূল লক্ষ্য এখন আসন বণ্টন নয়, বরং বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক ভিত্তি সুসংহত করা।’

সারজিস আলম বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই। জনগণের রায়ের মাধ্যমেই ভবিষ্যতে দেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে। ঈদগাহ ময়দান হোক, ইফতার মাহফিল হোক কিংবা দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই আমরা জাতীয় নাগরিক পার্টির কথা বলব এবং আমাদের স্বপ্ন ও লক্ষ্যের কথা জনগণের সামনে তুলে ধরব।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে আওয়ামী লীগ তাদের নিজস্ব ন্যারেটিভ (বয়ান) সেট করে দিত, যার মাধ্যমে ঈদ উদযাপিত হতো। এবার সেই পরিস্থিতি বদলেছে। এবার কেউ কোনো রাজনৈতিক দলকে চাপিয়ে দেওয়া ন্যারেটিভ মেনে ঈদ উদযাপন করতে বাধ্য করবে না। এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করতে পারবে। অতীতে বিরোধী দলের নেতাকর্মীরা মামলা-হামলার ভয়ে পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারত না। কিন্তু এবার অনেক মানুষ দীর্ঘ ১৬ বছর পর পরিবারের সঙ্গে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে।’

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি শামুসজ্জামান নয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. আবদুল্লাহ, সেক্রেটারি সৈয়দ সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি মীর মোর্শেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট