যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের আলটিডিনায় ভয়াবহ দাবানলে পিট ও অ্যাঞ্জেলা মিচেল দম্পতি তাঁদের ঘরবাড়ি হারিয়ে ফেলেছেন। দাবানলের তাণ্ডবে তাঁদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যা ফিরে এসে দেখে তাঁদের দমবন্ধের মতো অনুভূতি হয়েছিল।
পিট ও অ্যাঞ্জেলা মিচেল, যাঁরা ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের এই এলাকায় বসবাস করছিলেন, বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে কিছু স্মৃতি খুঁজে পেয়েছেন। পিট, যিনি ডিজনির একজন ইলেকট্রিশিয়ান, কিছু কাঠের কাজের সরঞ্জাম এবং সম্প্রতি কেনা একটি ঝাড়বাতির অংশবিশেষ উদ্ধার করেছেন। এছাড়া, অ্যাঞ্জেলা মিচেলের সেলাইয়ের সুই-সুতা রাখার টিনের কৌটাও ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে।
পিট-অ্যাঞ্জেলা দম্পতি জানান, তাঁদের এলাকার বাসিন্দাদের মধ্যে একটি বিশেষ ধরনের সম্প্রদায়গত উজ্জীবনী চেতনা রয়েছে। তাঁরা আশাবাদী যে, দাবানলের তাণ্ডবে ধ্বংস হওয়া সবকিছু আবারও পুনর্নির্মাণ করতে পারবেন এলাকার মানুষ।
লস অ্যাঞ্জেলেস, যা বিনোদনজগতের কেন্দ্র হিসেবে পরিচিত, গত মঙ্গলবার থেকে ভয়াবহ দাবানলের কবলে পড়ে। দাবানলের আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে ঝড়ের কারণে, এবং এটি এখন পর্যন্ত শহরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এই দাবানলে সাতজন নিহত হয়েছে এবং প্রায় দুই লাখ বাসিন্দা নিরাপদে সরে গেছেন প্রাণে বাঁচতে।