1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
দেশের পুনর্গঠনের সময় এসেছে, নড়াইলে বিএনপির সম্মেলনে তারেক রহমান - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

দেশের পুনর্গঠনের সময় এসেছে, নড়াইলে বিএনপির সম্মেলনে তারেক রহমান

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
তারেক-রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংস করেছে, এখন সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘প্রায় আড়াই বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি। এই ৩১ দফা হলো, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেখান থেকে দেশকে পুনর্গঠনের পরিকল্পনা।’

তারেক রহমান বলেন, ‘আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রের ভঙ্গুর কাঠামোকে মেরামত করতে হবে। অতীতে বিএনপিই দেশের জন্য কাজ করেছে, ভবিষ্যতেও করবে।’

তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে, অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে, কৃষি ও শিল্প খাতে উন্নয়ন আনতে হবে, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সৈনিক’ বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আপনারা সেই দুজন মানুষের সৈনিক, যাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বাংলাদেশ ও দেশের মানুষ। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, কারণ এই দলই অতীতে দেশকে দিশা দেখিয়েছে।’

বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম,  সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর , সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলি হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী।

বেলা ২টার পর সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যা বিকেল ৫টায় শেষ হবে।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সহসভাপতি জুলফিকার আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী ও কামরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট