1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু

ডিঙ্গি নৌকা চালাতে গিয়ে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশু নদীর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার হাসিলবাগ গ্রামের বুড়িগঙ্গা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত চয়ন ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শিশু চয়ন ও আবির দুই বন্ধু মিলে দুপুরে গ্রামের বুড়িগঙ্গা নদীতে ডিঙ্গি নৌকা চড়তে যায়। এ সময় ডিঙ্গি নৌকা উল্টে তারা পানিতে পড়ে। এদিকে বিকাল পেরিয়ে গেলেও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি শুরু করেন। সন্ধ্যার আগে এক প্রতিবন্ধি কিশোর শিশু দুটি নদীর দিকে গেছে বলে ইঙ্গিত করে। এ সময় লোকজন নদী পাড়ে গিয়ে তাদের জুতা দেখে নিশ্চিত হয় শিশু দু’টি নদীতে ডুবে যেতে পারে। তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানায়, নদীতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট