1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজন খালাস পেলেন - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজন খালাস পেলেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
খালেদা-জিয়া

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাসের রায় দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া।

গত ১৩ ফেব্রুয়ারি আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত ১৯ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন।

মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থন শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম আদালতে হাজিরা দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, অভিযোগ প্রমাণিত হয়নি এবং তারা খালাসের আবেদন করেন।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২৩ সালের ১৯ মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়, যেখানে ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

মামলার আসামিরা হলেন, মওদুদ আহমদ (মারা গেছেন, মামলা থেকে অব্যাহতি), এ কে এম মোশাররফ হোসেন (মারা গেছেন, মামলা থেকে অব্যাহতি), কামাল উদ্দিন সিদ্দিকী, খন্দকার শহীদুল ইসলাম, সি এম ইউছুফ হোসাইন, মীর ময়নুল হক, গিয়াস উদ্দিন আল মামুন, সেলিম ভূঁইয়া, কাশেম শরীফ।

দুদকের অভিযোগ ছিল, ২০০১-২০০৬ সালের মধ্যে খালেদা জিয়া ও সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানি ‘নাইকো’কে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন, এতে প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি হয়।

নাইকো দুর্নীতি মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনের খালাস পাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুদক এখন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কিনা, সেটাই দেখার বিষয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট