1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পুতিনের ঘোষণা: স্রষ্টা রাশিয়ার সঙ্গে, ইউক্রেনের বিরুদ্ধে বিজয় নিশ্চিত! - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

পুতিনের ঘোষণা: স্রষ্টা রাশিয়ার সঙ্গে, ইউক্রেনের বিরুদ্ধে বিজয় নিশ্চিত!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিলের (এসইইসি) বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেছেন, স্রষ্টা রাশিয়ার সঙ্গে আছেন এবং ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে মস্কো বিজয়ী হবে। তিনি ২০২৫ সালের মধ্যে ইউক্রেনের সঙ্গে সংঘাতের সমাপ্তি এবং রাশিয়ার বিজয়ের দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন।

পুতিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি স্রষ্টায় বিশ্বাস করি, নিশ্চয়ই স্রষ্টা আমাদের সঙ্গে আছেন।” যখন তাকে ২০২৫ সালে রাশিয়ার বিজয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি আরও জানান, “আমরা সংঘাতের অবসান ঘটাতে চেষ্টা করছি এবং বিশ্বাস করি আমরা সামনের সারিতে সফল হবো।”

তিনি বলেন, রাশিয়ার “প্রথম লক্ষ্য” হচ্ছে যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন এবং পাশাপাশি অর্থনীতির বিভিন্ন লক্ষ্য পূরণ করা। পুতিন আরও জানান, দেশের সামাজিক সমস্যা, সামরিক সুরক্ষা এবং বৃহত্তর অর্থে রাশিয়ার সুরক্ষার বিষয়গুলোর সমাধানেও তারা কাজ করছেন।

একই সময়ে, রুশ প্রেসিডেন্ট ন্যাটোর সদস্যপদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি একটি সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বিলম্বিত করার বিনিময়ে বর্তমান ফ্রন্টলাইন বরাবর সংঘাত বন্ধের প্রস্তাব দিতে পারে। পুতিন এ বিষয়টি অস্বীকার করেন এবং ২০২১ সালের সময় যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে স্মরণ করে জানান, এটি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দিলেও তার প্রস্তাবের বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা করতে অস্বীকার করেছেন। বিভিন্ন সূত্রের দাবি, এটি শুধু সংঘাতকে ঠান্ডা করার জন্য হতে পারে। তবে মস্কো এবং কিয়েভ উভয়ই যুদ্ধবিরতির ধারণাটি প্রত্যাখ্যান করেছে।

পুতিনের এই বক্তব্যের পর বিশ্ব রাজনীতি এবং সামরিক সংঘাতের ভবিষ্যত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিণতি আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিকে অনেকটাই প্রভাবিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট