চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশায় ভুলবশত একটি হাতব্যাগ ফেলে রেখে ব্যাংকে ঢুকেছিলেন ব্রিটিশ দম্পতি তাফিকা চৌধুরী ও তাঁর স্বামী ওয়াসিউর রহমান। হাতব্যাগে ছিল দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মুঠোফোন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। ব্যাংকে ঢোকার পরই তাঁরা বুঝতে পারেন হাতব্যাগটি সঙ্গে নেই। দ্রুত বাইরে এসে দেখেন, অটোরিকশাটি ততক্ষণে চলে গেছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাতব্যাগ হারানোর বিষয়টি তাঁরা কোতোয়ালি থানায় জানান। একই সঙ্গে তাঁরা চট্টগ্রাম জেলা প্রশাসক এবং ব্রিটিশ হাইকমিশনকেও অবহিত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, হাতব্যাগটি নগরের লাভ লেন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যান ওই দম্পতি। অভিযোগ পাওয়ার পর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত অভিযান শুরু করে। আট ঘণ্টার মধ্যে, রাত আটটার দিকে নগরের বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, হাতব্যাগের ভেতরে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা এবং একটি চেকবই ছিল। সবকিছুই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাতেই ব্রিটিশ দম্পতির কাছে তা হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনাটি চট্টগ্রাম নগরের পুলিশের দক্ষতা ও দ্রুততার প্রমাণ হিসেবে প্রশংসিত হচ্ছে। ব্রিটিশ দম্পতি তাঁদের গুরুত্বপূর্ণ নথি ও অর্থ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।