1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বন্দর থানায় পুকুর দখল ও যুবদল নেতাকে মারধরের অভিযোগ শাহেন শাহ'র বিরুদ্ধে - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

বন্দর থানায় পুকুর দখল ও যুবদল নেতাকে মারধরের অভিযোগ শাহেন শাহ’র বিরুদ্ধে

বন্দর ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
বন্দর থানায় পুকুর দখল ও যুবদল নেতাকে মারধরের অভিযোগ শাহেন শাহ'র বিরুদ্ধে

বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপুর রেলওয়ের লিজকৃত পুকুর দখলের চেষ্টা এবং যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ উঠেছে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ’র বিরুদ্ধে। সোমবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে, বন্দর উপজেলার হাজীপুর এলাকায় এনায়েতনগর মৌজায় রেলওয়ের পশ্চিম দিকে ৩.৪৪ একর (৩৪৪ শতাংশ) জায়গার একটি জলাশয় পুকুরের জন্য লিজ নিয়েছিলেন পানাউল্ল্যাহ। তবে গত ৩ মাস ধরে পানাউল্ল্যাহর কাছ থেকে ৩ বছরের জন্য পুকুরটি ১ লাখ ৪০ হাজার টাকায় চুক্তিনামা দলিল করে নেন নাছির উল্ল্যাহ টিপু। তিনি বৈধভাবে পুকুরটি পরিচালনা করে আসছিলেন।

আহত যুবদল নেতা রছি জানান, পুকুরটি দখল নেওয়ার জন্য সোমবার রাতে শাহেন শাহ লোকজন নিয়ে তাকে মারধর করেন। তিনি আরও অভিযোগ করেন যে, শাহেন শাহ দীর্ঘদিন ধরে পুকুরটি দখল করার চেষ্টা করছেন।

নাছির উল্ল্যাহ টিপু বলেন, “বিএনপি কোনো দখলের রাজনীতি করে না। আমি বৈধভাবে পানাউল্ল্যাহর কাছ থেকে পুকুরটি লিজ নিয়ে চুক্তিনামা দলিল করেছি এবং বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। তবে শাহেন শাহ পুকুরটি দখলের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন। গতকাল রাতে আমার ছোট ভাই রছিকে একা পেয়ে তিনি নিজে এবং তার দলবল মারধর করেছেন। পাশাপাশি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়েছেন।” তিনি আরও জানান, এ ঘটনায় তিনি এখনও থানায় অভিযোগ করেননি তবে বিষয়টি মহানগর বিএনপির সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে জানিয়েছেন।

বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি কেন রেলওয়ের পুকুর দখল করব? এসব অভিযোগ মিথ্যা। আমি কোনো দখলের সঙ্গে জড়িত নই।”

বন্দর উপজেলায় রেলওয়ের লিজকৃত পুকুর নিয়ে চলমান এই বিরোধ এবং যুবদল নেতাকে মারধরের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে মহানগর বিএনপি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট