1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভারতে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - RT BD NEWS
রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

ভারতে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা সংবাদ প্রচার বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের বড়বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে নেত্রকোনা পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু সাহা বলেন, “নেত্রকোনায় সংখ্যালঘু পরিবারের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। সম্প্রতি জেলার পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশিত হচ্ছে। এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

হেফাজত নেতা মাওলানা আব্দুল বারী বলেন, “জাতীয় পতাকা আমাদের মর্যাদার প্রতীক। আগরতলায় এই পতাকা অবমাননা পুরো জাতির জন্য অবমাননাকর। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন এবং মাওলানা আমিরুল ইসলাম।

বক্তারা আরও বলেন, দেশের অভ্যন্তরে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে প্রতিবেশী দেশের গণমাধ্যমকেও সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি জাতির মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকারেরও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট