1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

শিল্পপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ মার্চ) এক শোকবার্তায় তিনি বলেন, “সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন বাংলাদেশের উদ্যোক্তা জগতের এক অনন্য ব্যক্তিত্ব এবং দেশপ্রেমিক ব্যবসায়ী।”

তিনি উল্লেখ করেন যে, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে সৈয়দ মঞ্জুর এলাহীর ভূমিকা ছিল অসামান্য। তার একান্ত পরিশ্রমের ফলে অ্যাপেক্স ফুটওয়্যার দেশের শীর্ষস্থানীয় জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৯৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০০১ সালে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারে তিনি কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর দক্ষতার প্রশংসা করে প্রফেসর ইউনূস বলেন, “তিনি সংগঠক হিসেবেও অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন।” তার নেতৃত্বে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্যও ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস তার শোকবার্তায় আরও বলেন, “বাংলাদেশের উদ্যোক্তা জগতে সকলের শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যু বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অবদান ও কর্মজীবন বাংলাদেশের শিল্পোদ্যোক্তা সম্প্রদায়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট