1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার অপতথ্য ও গুজব সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে: মাহফুজ আলম ফতুল্লায় অনুমতি ছাড়াই মেলার নামে জুয়া ও মাদকের আসর জামালপুরে ধানে ব্লাস্ট রোগ: বিআর-২৮ ও ২৯ জাতের ধান ক্ষতির মুখে এপ্রিল ২০২৫-এ রেমিট্যান্সে বড় উল্লম্ফন: এসেছে ২৭৫ কোটি ডলার মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশি আটক সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ২য় বারের মতো জয়ী অ্যান্থনি আলবানিজ

মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলো ইউরোপীয় ইউনিয়ন

বাণিজ্য যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে আগামী মাস থেকে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে ২৬ বিলিয়ন ইউরো (২৮ বিলিয়ন ডলার) মূল্যের পণ্যে এই শুল্ক আরোপ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% শুল্ক কার্যকর করেছেন। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় কমিশন জানায়, ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ শেষ করবে এবং ১৩ এপ্রিলের মধ্যে এই পাল্টা শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে।

ইইউর নতুন শুল্ক জাহাজ, বোরবন হুইস্কি এবং মোটরবাইকসহ বিভিন্ন পণ্যের ওপর প্রযোজ্য হবে। পাশাপাশি, অন্যান্য পণ্য বিভাগেও শুল্ক আরোপের বিষয়ে দুই সপ্তাহের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছে ইইউ।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন জানিয়েছেন, ইইউ আলোচনার দরজা উন্মুক্ত রেখেছে এবং উচ্চ শুল্ক আরোপ কোনো পক্ষের স্বার্থে নয়। তিনি বলেন,
“আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি, তা শক্তিশালী কিন্তু আনুপাতিক। যেহেতু যুক্তরাষ্ট্র ২৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করছে, আমরা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি।”

তিনি আরও বলেন, বর্তমান ভূ-অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এমন শুল্ক আরোপ বাণিজ্য সম্পর্কের জন্য ক্ষতিকর। ইইউ অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করতে প্রস্তুত বলে জানান তিনি।

এই পাল্টা শুল্ক বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জটিল হতে পারে। এখন দেখার বিষয়, উভয় পক্ষ কীভাবে এই বাণিজ্য উত্তেজনা নিরসনের পথ খুঁজে বের করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট