ফ্রান্সের আদালত ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোতকে তার স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দ্বারা ধর্ষণ করানোর জন্য ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি আরও ৫০ জনকে ৩ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ রায় দেন ফ্রান্সের একটি আদালত।
অভিযোগ অনুযায়ী, ডোমিনিক পেলিকোত তার স্ত্রী গিস লেকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এবং তারপর অন্যান্য পুরুষদের মাধ্যমে তাকে ধর্ষণ করাতেন। এই ভয়ংকর ঘটনা চলেছিল প্রায় এক দশক। গিস লে পেলিকোতের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল ৯২ বার। ডোমিনিক অনলাইনে ধর্ষকদের সাথে যোগাযোগ করে এসব ঘটিয়ে আসছিলেন।
এই মামলা গত সেপ্টেম্বরে বিচার শুরু হয়। রায়ের পর গিস লে পেলিকোতের পরিবারের একজন সদস্য এএফপিকে জানান, তারা মনে করেন ডোমিনিককে লঘু শাস্তি দেওয়া হয়েছে, যার কারণে গিস লে পেলিকোতের সন্তানরা হতাশ।
এদিকে, ডোমিনিকের আইনজীবী বিট্রিস জাভারো জানিয়েছেন, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিতে আরও ১০ দিন সময় নিবেন।
গিস লেকে তার সাহসিকতার জন্য ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন-পিভেট ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, “পেলিকোতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে। পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই। ধন্যবাদ।”
রায়ের পর, গিস লে পেলিকোতকে সমর্থন জানাতে আদালতের বাইরে অনেক মানুষ জড়ো হন। তারা গান গেয়ে ও স্লোগান দিয়ে গিস লেকে ধন্যবাদ জানান এবং বলেন, “বিশ্বের সব নারীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।”