1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত  ট্রেসি অ্যান জ্যাকবসন - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত  ট্রেসি অ্যান জ্যাকবসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
ট্রেসি অ্যান জ্যাকবসন, হা-মীম গ্রুপ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশ, পোশাক শিল্প বাংলাদেশ, টঙ্গী পোশাক কারখানা, বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরি, হা-মীম গ্রুপ পরিদর্শন, এ কে আজাদ, মার্কিন তুলা বাংলাদেশ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, গার্মেন্টস খাত উন্নয়ন, বাংলাদেশ পোশাক রপ্তানি, টেকসই পোশাক শিল্প, হা-মীম গ্রুপ টঙ্গী

বাংলাদেশের পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার হা-মীম গ্রুপের টঙ্গী জোনের পোশাক কারখানা পরিদর্শন করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় পৌঁছান তিনি এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের উচ্চমানের তুলার ব্যবহার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

কারখানা পরিদর্শনের সময় হা-মীম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— এ. কে. আজাদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সাজিদ আজাদ, পরিচালক, আকতারুজ্জামান, টঙ্গী জোনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), গরিমা শ্রিবাস্তব, নির্বাহী পরিচালক (মার্চেন্ডাইজিং), বিক্রমজিৎ সিং, জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রতিনিধি দলটি হা-মীম গ্রুপের উৎপাদন সক্ষমতা, কর্মপরিবেশ, শ্রমিকদের কল্যাণ, এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পোশাক খাতে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ সফর সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই কাঁচামাল ব্যবহারে হা-মীম গ্রুপের অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে।

রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের এই সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি শ্রমমান, পণ্যের গুণগতমান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে বাংলাদেশের অগ্রগতিকে তুলে ধরেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট