1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশু নিহত আরেক শিশু নিখোঁজ

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশু নিহত ও আরেক শিশুর শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছে। এরমধ্যে ফাতেমা খাতুন (১০) নিহত হয়েছে ও তাসনিম (১১) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জিম খাতুন (১০)

নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফাতেমা, তাসনিম ও জীম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এসময় প্রথমে ফাতেমা পানিতে নেমে সাতার কাটা শুরু করে। এটা দেখে তাসনিমও পানিতে নামে। পানিতে নেমে ফাতেমা ও তাসনিম একজন আরেকজনের ধরাধরি করার সময় তারা পানিতে তলিয়ে যাচ্ছিল। তাদের তলিয়ে যাওয়া দেখে জীম খাতুন নামে তাদের এক খেলার সাথী পুকুরের পানিতে নেমে তাদের উদ্ধার করতে যায়। এসময় জীমও তলিয়ে যাচ্ছিল। এমন মুহূর্ত দেখে পাশে থাকা আরেক খেলার সাথী সাব্বির হোসেন চিৎকার করতে থাকে। তার চিৎকারে প্রতিবেশী রহমত আলী এসে জীম খতুনকে উদ্ধার করে। পুকুরে পানির গভীরতা বেশি হওয়া তারা ডুবে যায় বলেও জানিয়ে স্থানীয়রা।

সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকা বিকাল পর্যন্ত তারা নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারেনি। নিহত ফাতেমা খাতুন বেথুলী মন্ডলপাড়া আব্দুর রাজ্জাকের মেয়ে। সে ৩ বোনের সবার ছোটো। ফাতেমা বেথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী। এছাড়া নিখোঁজ তাসনিম কালীগঞ্জ উপজেলা আলাইপুর গ্রামের দিন মজুর আব্দুল বারেকের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে বড় তাসনিম। তাসনিম বেথুলী গ্রামের নানা দুখু মিয়ার বাড়ি বেড়াতে এসেছিল। সে আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি রওনা দিয়েছেন।

এবং জীবিত উদ্ধার জীম খাতুন বেথুলী গ্রামের মুদি ব্যবসায়ী মোফাজেল হোসেনের মেয়ে। জীম বেথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, পুকুরে পানির গভীরতা প্রয় ২০ ফুট। যে কারণে আমরা স্থানীয়দের সহযোগীতায় চেষ্টা করেও নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারিনি। স্থানীয় শত শত উৎসুক জনতা পুকুর পাড়ে মর্মান্তিক এই করুন দৃশ্য দেখার জন্য ভিড় করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট