1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

“কোয়েল মল্লিকের জীবনে সুখের নতুন অধ্যায়: দ্বিতীয়বার মা হওয়ার রহস্য উন্মোচন!”

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
কোয়েল মল্লিক

অভিনন্দনে ভাসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এই অভিনেত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কোয়েল এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে তাদের কন্যা সন্তানের আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন।

এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। তখন থেকেই মল্লিক এবং রানে পরিবারের সদস্যদের মধ্যে সন্তান আগমনের জন্য অধীর অপেক্ষা শুরু হয়। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। কোয়েলের কোলজুড়ে এলো এক ফুটফুটে কন্যাসন্তান। মা এবং নবজাতক দু’জনই সুস্থ আছেন।

কন্যাসন্তান আগমনের আনন্দ জানিয়ে কোয়েল মল্লিক একটি পোস্টকার্ড শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।” তার এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন। মন্তব্যের ঘর ভরে উঠেছে ভালোবাসা এবং আশীর্বাদে।

এর আগে, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল। তার পুত্রসন্তান কবীরের জন্মের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। তবে দ্বিতীয় সন্তান আসার আগে তেমন কোনো তথ্য প্রকাশ করতে দেখা যায়নি তাকে।

কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আনুষ্ঠানিকতাগুলো হয়েছিল ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

দ্বিতীয় সন্তানের আগমনে কোয়েলের ভক্ত ও অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মল্লিক পরিবারেও উৎসবের আমেজ। জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত সুখবর তার ভক্তদের মনে আনন্দ এবং উদ্দীপনা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট