1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নে লিটন দাস - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নে লিটন দাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নে লিটন দাস

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের হতাশা কাটিয়ে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। এমন জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক লিটন দাস।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শুরুটা বেশ ভালো হলেও মাঝের ওভারে নিয়মিত উইকেট হারিয়ে বড় স্কোর করতে ব্যর্থ হয় টাইগাররা। ব্যাট হাতে সবার চেয়ে বেশি অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত (৩৮ রান) ও অধিনায়ক লিটন দাস (৩২ রান)। শেষ দিকে শামীম হোসেনের কার্যকরী ইনিংস (১৯ বলে ২৪) দলের সংগ্রহ ১৪০-এর ঘর পার করায়।

বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে টাইগার পেসার ও স্পিনাররা। তবে শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের প্রতিরোধে ম্যাচটা হাতছাড়া হওয়ার উপক্রম হয়। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল উইন্ডিজের। তবে হাসান মাহমুদ স্নায়ুচাপ সামলে দুই উইকেট তুলে নিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলেন, “আমরা এখানে আগেও খেলেছি (বিশ্বকাপে)। আমার মনে হয়েছে এটা ভালো ব্যাটিং উইকেট। (১৪৭ রান) স্কোরবোর্ডে ডিফেন্ড করার মতো পর্যাপ্ত রান ছিল, আমি বোলারদের তেমনটাই বলে দিয়েছিলাম।”

লিটন আরও বলেন, “আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলুক। এই মুহূর্তে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। এটা লম্বা সফর, আজকের ম্যাচ জেতা সবাইকে অনেক উৎসাহ যোগাবে। আমাদের আরও একটা ম্যাচ জিততে হবে এবং সেজন্য ভালো ক্রিকেট খেলতে হবে।”

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ম্যাচে এখন টাইগারদের নজর। ম্যাচটি জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চান লিটন। পুরো দলের মধ্যেও জয়ের ক্ষুধা দেখা গেছে।

বোলিংয়ে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং স্পিনার নাসুম আহমেদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতা ধরে রাখাই হবে টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ।

এই জয়ে টাইগার ভক্তদের প্রত্যাশা আবারও বেড়েছে। ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর এই জয় অনেকটা স্বস্তি এনে দিয়েছে সমর্থকদের। দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স দেখা গেলে টাইগাররা সিরিজ জয় নিশ্চিত করবে বলে বিশ্বাস করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায়। জায়গা বদলে এবার খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৪৭/৬ (২০ ওভার)
নাজমুল ৩৮ (৩১), লিটন ৩২ (২৮), শামীম ২৪ (১৯)
উইন্ডিজ: ১৪০/৯ (২০ ওভার)
হাসান মাহমুদ ৩/২১, শরিফুল ২/২৮, নাসুম ২/১৯

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট